0 item

৳ 0

whatsapp--v1
  • Home
  • Return policy

Return policy

Image

Return Policy

 

🔁 Return Policy – Pure Shop BD

আমাদের প্রতিটি পণ্য ঘরোয়া পরিবেশে সতর্কতার সঙ্গে হাতে তৈরি করা হয়। তবে গ্রাহকের সন্তুষ্টি আমাদের প্রথম অগ্রাধিকার। তাই আমরা নিচের শর্তসাপেক্ষে রিটার্ন বা এক্সচেঞ্জের সুযোগ দিয়ে থাকি:

 


 

📦 রিটার্ন গ্রহণযোগ্য নয়:

চোখে দেখা যাচ্ছে, অথবা খাবারের স্বাদ ভালোনা, এমন সমস্যা ছাড়া আমরা সাধারণত খাবারজাত পণ্যের রিটার্ন গ্রহণ করি না। কারণ এসব পণ্য সংবেদনশীল এবং দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

 


 

যেসব ক্ষেত্রে রিটার্ন বা রিপ্লেসমেন্ট সম্ভব:

  • যদি পণ্যটি ভাঙা/নষ্ট অবস্থায় পৌঁছায়

  • ভুল পণ্য ডেলিভারি হয়ে থাকে

  • মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযুক্ত অবস্থায় পণ্য পৌঁছায়

  • খাবারের স্বাদ মনমতো না হলে

  • রিটার্ন করতে হলে অবশ্যই ডেলিভারিম্যানকে ডেলিভারী চার্জ বুঝিয়ে দিতে হবে। (ফ্রি শিপিং এর ক্ষেত্রেও প্রযোজ্য) 

 


 

🔔 কীভাবে জানাতে হবে:

রিটার্ন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে অনুগ্রহ করে নিচের নির্দেশনা অনুসরণ করুন:

  1. পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে

  2. অভিযোগের সঙ্গে স্পষ্ট ছবি বা ভিডিও প্রমাণ দিতে হবে

  3. অর্ডার নম্বর এবং সমস্যার বিস্তারিত উল্লেখ করতে হবে

 


 

🔁 রিপ্লেসমেন্ট / রিফান্ড প্রক্রিয়া

  • যাচাই-বাছাই শেষে আমরা রিপ্লেসমেন্ট পাঠাবো অথবা প্রযোজ্য ক্ষেত্রে রিফান্ড করবো

  • রিফান্ড শুধুমাত্র বিকাশ/নগদ/ব্যাংকে পাঠানো হবে (যে মাধ্যমে পেমেন্ট করা হয়েছিল)

  • রিপ্লেসমেন্ট প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ কোম্পানি বহন করবে (যদি ভুল আমাদের হয়ে থাকে)

 


 

⚠️ কিছু শর্ত

  • খোলা, ব্যবহার করা বা কৃত্রিমভাবে নষ্ট করা পণ্য রিটার্নযোগ্য নয়

  • ২৪ ঘণ্টার বেশি সময় পরে করা অভিযোগ গ্রহণযোগ্য নয়

  • রিফান্ড/রিটার্নের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে Pure Shop BD-এর যাচাইয়ের উপর নির্ভরশীল


 

📞 যোগাযোগের জন্য:
আপনার অভিযোগ বা প্রশ্ন থাকলে নিচের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন:
📱 মোবাইল: 01877988592
📧 ইমেইল: contact.pureshopbd@gmail.com

 


 

আমরা চাই আপনি সন্তুষ্ট থাকুন — তাই ন্যায্য অভিযোগের দ্রুত সমাধানই আমাদের অঙ্গীকার।
Pure Shop BD পরিবার