0 item

৳ 0

whatsapp--v1

Term And Condition

📜 Pure Shop BD – Terms & Conditions (শর্তাবলি)

এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন। দয়া করে অর্ডার করার আগে সম্পূর্ণ শর্তাবলি পড়ুন।

 


 

1. 🛒 অর্ডার ও কনফার্মেশন

  • অর্ডার কনফার্ম করতে হলে নির্দিষ্ট তথ্য (নাম, ঠিকানা, মোবাইল নম্বর) সঠিকভাবে প্রদান করতে হবে।

  • আমরা প্রতিটি অর্ডার হাতে তৈরি করি, তাই অর্ডার কনফার্মের পর ক্যানসেলেশন সীমিত।

  • কাস্টমাইজড অর্ডার (বিশেষ অনুরোধে তৈরি) কনফার্ম হওয়ার পর ক্যানসেল করা যাবে না।

 


 

2. 💰 মূল্য ও পেমেন্ট

  • প্রতিটি পণ্যের মূল্য ওয়েবসাইটে উল্লেখ করা আছে।

  • ক্যাশ অন ডেলিভারি (COD), বিকাশ/নগদ/রকেট–এর মাধ্যমে পেমেন্ট গ্রহণযোগ্য।

  • অগ্রিম পেমেন্টের ক্ষেত্রে স্লিপ বা স্ক্রিনশট জমা দিতে হতে পারে।

 


 

3. 🚚 ডেলিভারি পলিসি

  • ঢাকার ভেতরে ও বাইরে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে।

  • ডেলিভারির সময় ২-৫ কর্মদিবস হতে পারে, পণ্যের প্রাপ্যতা অনুযায়ী।

  • ডেলিভারি চার্জ আলাদা এবং স্থানভেদে ভিন্ন হতে পারে।


 

4. 📦 রিটার্ন ও রিফান্ড

  • খাবারজাত পণ্য হওয়ায় আমরা সাধারণত রিটার্ন গ্রহণ করি না।

  • তবে পণ্য নষ্ট/ত্রুটিপূর্ণ অবস্থায় পৌঁছালে, প্রমাণসহ আমাদের ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

  • সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট অথবা রিফান্ডের ব্যবস্থা করা হবে।

 


 

5. 🔐 প্রাইভেসি ও নিরাপত্তা

  • আপনার দেয়া ব্যক্তিগত তথ্য (মোবাইল, ঠিকানা) কেবল অর্ডার প্রসেসের জন্য ব্যবহৃত হয়।

  • আমরা কোনো অবস্থাতেই আপনার তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করি না।

 


 

6. 📣 কনটেন্ট ও কপিরাইট

  • এই ওয়েবসাইটে ব্যবহৃত সব ছবি, লেখা ও ডিজাইন Pure Shop BD-এর মালিকানাধীন।

  • পূর্বানুমতি ছাড়া এসব ব্যবহার, কপি বা পুনঃপ্রকাশ নিষিদ্ধ।

 


 

7. ⚖️ আইনগত বিষয়

  • বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হয়।

  • কোনো ভুল তথ্য বা প্রতারণামূলক অর্ডারের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার অধিকার আমাদের সংরক্ষিত।

 


 

আপনার অর্ডার আমাদের প্রতি আপনার আস্থা প্রকাশ করে – সেই আস্থা আমরা সম্মানের সঙ্গে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ধন্যবাদ,
Pure Shop BD পরিবার